মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই: কামরুল হুদা

135

শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ৬নং শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জল।

শুক্রবার (১৩ নভেম্বর) মুজিব শত বর্ষ উপলক্ষে পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শাখারিয়া লাল সবুজ সংঘ বনাম পীরগাছা দূরন্ত একাদশ।
খেলায় বিজয়ী হয় শাখারিয়া লাল সবুজ সংঘ।

টসে জিতে পীরগাছা দূরন্ত একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারে তারা ৭১ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষে শাখারিয়া লাল সবুজ সংঘ ৭২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৬ উইকেটে জয়ের লক্ষে পৌঁছে যায়।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় দূরন্ত একাদশের সনি। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় লাল সবুজ সংঘের ফারদীন।

খেলায় বিজয়ী দলকে দেয়া হয় একটি খাসি এবং রানারআপ দলকে দেয়া হয় জোড়া রাজহাঁসের সমমূল্য অর্থ।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন শাখারিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরদার, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তফা কামাল, জেবি এন্টারপ্রাইজ সত্ত্বাধিকারী শহিদুল আজাদ সোহেল, আওয়ামী লীগ নেতা স্বপন আকন্দ, যুবলীগ নেতা ইব্রাহীম আলী মোল্লা প্রমুখ।

টুর্নামেন্ট আয়োজনে আব্দুল মোমিন রিয়ন ও শাকিল ইসলাম