ধুনটে ইজিপিপি প্রকল্পের মাটি কাটার কাজ শুরু

240

আ‌মিনুল ইসলাম শ্রাবণ

বগুড়ার ধুনট উপজেলার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় মাটি কাটার কাজ শুরু হয়েছে। শনিবার থেকে উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ১হাজার ৪৬১জন শ্রমিক এ প্রকল্পের কাজ করছেন। ৪০দিন ব্যাপী এ প্রকল্পের আওতায় শ্রমিকরা দৈনিক ২০০টাকা হারে মজুরী পাবেন। শনিবার সকালে কালেরপাড়া, নিমগাছী, ভান্ডারবাড়ী ইউনিয়নে পৃথক পৃথক ভাবে মাটিকাটা কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। পৃথক পৃথক মাটি কাটা কাজের উদ্বোধনকালে নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।