বগুড়ায় ১০৬ নমুনায় শনাক্ত ১০ , সুস্থ ১১

270

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১০৬ নমুনা পরীক্ষায় ১০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৯ এবং দুপচাঁচিয়ায় ১ জন রয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

গতকাল শুক্রবারের পরিসংখ্যানের তথ্যে জেলা সিভিল সার্জন অফিস জানায়, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)

হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ৮ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি নমুনায় দুই জন শনাক্ত হন।

একই সময়ে ১১ জন সুস্থ হওয়ায়ে মোট সুস্থতার সংখ্যা ৭ হাজার ৭৬৫।

নতুন শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৩০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো মৃত্যু নেই। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৬৯ জন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহীন জানান, সরকার সর্বস্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেষ্ট থাকতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।