গাবতলীতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন1 মিনিটে পড়ুন

201

মাজেদুর রহমান

বগুড়ার গাবতলী উপজেলার টিওরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সহাস্রাধিক নারী-পুরুষ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে টিওরপাড়া রাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় এলাকাবাসী অভিযোগ করেন, জাহাঙ্গীর, সাইফুল, শিপন ও আশরাফুল এরা সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এছাড়া দাদন ও জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও এর প্রতিবাদ করার সাহস হয়ে উঠছে না কারও। প্রতিবাদ করলে হামলা এবং মারধরের শিকার হতে হচ্ছে তাদের।

হত্যা, ছিনতাইয়ের একাধিক মামলা সাইফুল এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে থাকলেও পুলিশ গ্রেফতার করছে না বলেও এ সময় অভিযোগ করেন তারা।

তাদের গ্রেফতারের জোর দাবি জানান এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারায় ইউনিয়নের সাবেক সদস্য মশিউর রহমান, মিলন বেগম, আবদুর রাজ্জাক প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল এলাকা প্রদক্ষিণ করে।