মাদক,সন্ত্রাস, দূনীতি, জঙ্গিবাদ, জুয়া ও চাঁদাবাজী মুক্ত বগুড়া পৌরসভা গড়তে নৌকায় ভোট চাই ……আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববি1 মিনিটে পড়ুন

94

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ

শনিবার সন্ধ্যায় বগুড়ার পৌরসভার ১৭নং ওয়ার্ডের ধরমপুর পূর্ব পাড়া গ্রামে মুক্তি বেগমের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক আওয়ামী লীগনেতা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্টিত। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমাসের পরিচালক আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববি।

তিনি বলেন,আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। আমি মেয়রপ্রার্থী হিসাবে আপনাদের পাশে থাকবো ততদিন এখানে কোন ধরনের মাদক,সন্ত্রাস,দূনীতি, চাঁদা বাজি জঙ্গিবাদ ও জুয়া খেলা হতে দিবনা, যারা গরীব মানুষের ভ্যান রিক্সা থেকে চাঁদা তোলে তার ব্যাপারে আমি ব্যবস্থা রাখব, যাতে করে চাঁদা বন্ধ হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, আবু সাইদ সরদার পাপ্পু, জাহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা খোকন, মুক্তি বেগম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।