জাতীয় নাট্যশালায় ‘আয়নাঘর’

151

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

করোনায় দীর্ঘ ৭ মাস ২০ দিন বন্ধ থাকার পর গত ২৩শে অক্টোবর শিল্পকলা একাডেমির মিলনায়তন চালু হয়। প্রতি সপ্তাহেই নতুন নতুন নাটক মঞ্চে আনছে নাটকের দলগুলো। তারই ধারাবাহিকতায় শুক্রবার শিল্পকলা একাডেমিতে নতুন নাটক নিয়ে আসে নাট্য দল এথিক। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দলটির ‘আয়নাঘর’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। রেজানুর রহমান রচিত ও নির্দেশিত নাটকটি দলটির ৮ম প্রযোজনা। উদ্বোধনী মঞ্চায়নের আগে সংক্ষিপ্ত আলোচনায় অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন আসাদুজ্জামান নূর, যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।