বগুড়ায় করোনায় শনাক্ত ৪১, সদরে ৩৪

151

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২১২ নমুনায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪১ জন। আক্রান্তের মধ্যে সদর উপজেলাতেই ৩৪ জন।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত কয়েকদিনের মধ্যে গতকালের পরিসংখ্যানে নমুনা ও শনাক্তের হার দুটোই বেড়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ার দুইটি পিসিআর ল্যাবে মোট ২১২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৮টি নমুনায় ৩৬ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৪টি নমুনায় ৫ জনের পজিটিভ এসেছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৪ জন, শাজাহানপুরে ৪ জন এবং শেরপুর, কাহালু ও দুপচাঁচিয়ায় একজন করে মোট তিন জন।

গেল ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২১ জন। আর করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮ হাজার ৩৭১ জন। সুস্থতার সংখ্যা ৭ হাজার ৭৮৬ জন। মোট মৃত্যু ১৯৬ জনেই অপরিবর্তিত রয়েছে। এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৩৮৯ জন।