সুভাষ দত্তের মৃত্যু বার্ষিকীতে এসোসিয়েশন ফর কমার্শিয়াল আর্টিস্ট পরিবারের শ্রদ্ধা

536

সুভাষ দত্ত , একটা ইতিহাস, একজন মানুষ, সত্য এবং সুন্দর মনের মানুষ। বাংলাদেশের রং তুলি এবং চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবেন ততদিন উনার কর্ম এবং অবদানের কথা হাজারো হৃদয়ে গেঁথে থাকবেন।

আজ ১৬ নভেম্বর, শ্রদ্ধাপ্রিয় দাদার অষ্টম মৃত্যুবার্ষিকী। বিনম্র শ্রদ্ধা উনার প্রতি বাংলা চলচিত্রে উনার অবদান আমাদের সকলের জানা, তার আগে উনি ছিলেন তুখোড় একজন অসাধারণ – কমার্শিয়াল আর্টিস্ট, আর্টের সকল শাখায় ছিল উনার সফলতা, প্রথম বাংলা চলচিত্র – মুখ মুখোশ এর পোস্টার ডিজাইন উনার করা। উনি আমাদের প্রিয় সংগঠন, এসোসিয়েশন ফর কমার্শিয়াল আর্টিস্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি।

খুব ভালোবাসতেন কমার্শিয়াল আর্টিস্টদের। আর্টিস্টদের বিভিন্ন অনুষ্ঠানে সবার শেষে হাত উঠিয়ে, খুব মিষ্টি হাসি দিয়ে বলতেন – তোমাদের জন্য চিরস্থায়ী ভালোবাসা ” আপনার জন্যও চিরস্থায়ী ভালোবাসা প্রিয় দাদা। এসোসিয়েশন ফর কমার্শিয়াল আর্টিস্ট কার্যনির্বাহী কমিটি, ঢাকা- বাংলাদেশ।