বগুড়ায় বেড়েছে করোনা সংক্রমণ। নতুন করে আক্রান্ত ৪৫

121

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বগুড়ায় ফের বেড়েই চলেছে করোনার সংক্রমণ।  গেল ২৪ ঘন্টায় ২০৫ নমুনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫জন।  আক্রান্তের হার ২১দশমিক ৯৫শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৯জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৪৫জনের মধ্যে সদরের ৪৪জন বাকি একজন ধুনটের।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ১৫ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯০টি নমুনায় ৪৪জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৫টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৪১৬জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৭৯৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৬জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪২৫জন।