বগুড়ায় যৌন হয়রানী প্রতিরোধমূলক কর্মশালা

250

স্টাফ রিপোর্টারঃ নারী ও শিশু নির্যাতন সহ যৌন হয়রানী বন্ধে সচেতনতা সৃষ্টির আহবান
সোমবার বগুড়া সদর উপজেলা পরিষদ সভাকক্ষে যৌন হয়রানী প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার আয়োজনে বেলা ১১ টায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার প্রোগ্রাম অফিসার লায়লুন নাজমা, উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা শারমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস্ শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান, সদর থানার নারী ও শিশু হেল্পডেস্ক অফিসার এসআই রোজিনা, তথ্যসেবা কর্মকর্তা ফেরদৌসি আক্তার, ইউএনএফপিএ ট্রেইনার রাজিয়া রহমান, মনিটর তানজিনা আক্তার প্রমুখ। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এসসিলিয়ারেটিং একশন টু ইন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্পের আওতায় কর্মশালায় আলোচকবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি বন্ধে মহামান্য হাইকোর্টে যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরীতে সকলকে এগিয়ে আসতে হবে। নারী ও শিশু নির্যাতন সহ যৌন হয়রানী বন্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।