রাশিয়ার ভ্যাকসিন চলতি সপ্তাহেই ভারতে আসছে পরীক্ষার জন্য

118

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বিশ্বে রাশিয়া প্রথম দাবি করেছিল যে তারা করোনা ভ্যাকসিন তৈরি করেছে। তাদের নির্মিত সেই ভ্যাকসিন হায়দরাবাদের ডাঃ রেড্ডিস ল্যাবরেটরির উদ্যোগে ভারতে এসে পৌঁছাবে এই সপ্তাহেই। কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্যাল কলেজে এই ভ্যাকসিনের তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়াল হবে। প্রথম দুটি ট্রায়ালে মাত্র দেড় হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। কানপুরের মেডিক্যাল কলেজটিতে হবে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। প্রথমে ভারতের ড্রাগ কন্ট্রোল অথরিটি এই ভ্যাকসিন ভারতে আনার অনুমতি দেয়নি। কিন্তু নাছোড় ডাঃ রেড্ডিস ল্যাবরেটরিস এর উদ্যোগে তারা শেষপর্যন্ত ছাড়পত্র দেয়। যদিও রাশিয়া দাবি করছে যে তাদের উৎপাদিত স্পুটনিক-৫ ভ্যাকসিন পরীক্ষায় সফল। কিন্তু স্যাম্পল সাইজের অপ্রতুলতার জন্যে বিশ্বের বিজ্ঞানীরা এই তত্ত্ব মানতে নারাজ।

কানপুরে আগামী সপ্তাহ থেকেই স্পুটনিক -৫ এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বিশ্বের নজর সেইদিকেই থাকবে।