শিবগঞ্জে ঐতিহ্যবাহী সাদুল্যাপুর মধুশ্বরীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে কালিপূজা অনুষ্ঠিত

120

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের সাদুল্যাপুরে ৩শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জমিতার পরিবারের মধুশ্বরীগঞ্জ কালীমাতা মন্দিরে উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণ ভাবে কালিপূজা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পূজা উদযাপন কমিটির সদস্য ও মন্দিরের সেবায়িত নারায়ন চন্দ্র লব বাবু জানান, করোনা কালে সরকারের বিভিন্ন নিদের্শনা মেনে পূজা সম্পূর্ণ করা হয়েছে। কালিপূজা উপলক্ষে সাদুল্যাপুর মধুশ্বরীগঞ্জ কালিমাতা মন্দিরে শনিবার সকাল থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ভক্তবৃন্দের আনাগোনায় মুখরিত ছিল কালিমাতা মন্দির। কালিপূজা উপলক্ষে মন্দির এলাকায় প্রতি বছর বিরাট মেলা বসতো। কিন্তু এবারে সরকারের বিধি নিষেধ থাকায় মেলা না বসলেও ভক্তবৃন্দদের আনাগোনায় কমতি ছিল না। দূরপাল্লার যানবাহন খোলা থাকায় বিভিন্ন এলাকা থেকে নিজস্ব ভাড়া যানবাহনে ভক্তদের আনাগোনার কমতি ছিল না। সরকারি বিধি মেনে সমাজিক দূরত্ব বজায় রেখে বেশির ভাগ ভক্তবৃন্দ মাস্ক পরিধান করে পূজা মন্ডবে প্রবেশ করেছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা জোদ্দার করা হয়। পূজা চলাকালীন সময় পূজা মন্ডব পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ সার্কের মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস মন্ডল প্রমুখ। এব্যাপারে ওসি শিবগঞ্জ জানান, পূজায় মন্ডবে আগত নারী ভক্তবৃন্দের নিরাপত্তার জন্য মহিলা পুলিশ সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তি পূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় পূজা পরিচালনা কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানাই। পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে ভোগের মিষ্টান্ন ও বলিপাঠা সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়। ভোগ বিতরণের সময় পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে শ্রী পল্টন বাবু ও শ্রী ভোজন সহ আরো অনেকে।