স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ২০০(দুইশত) পিচ ইয়াবা ও ১.৫ কেজি গাঁজাসহ ০৩ আসামী গ্রেফতার করা হয়েছে।
ডিবি বগুড়ার একটি টিম ইং-১৬/১১/২০২০ তারিখ দুপুর ১৫.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ১১নং নামুজা ইউপির অন্তর্গত মথুরা মুন্নাপাড়া গ্রাম হইতে ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১. মোঃ আনারুল ইসলাম(২৬), পিতা-মোঃ আনছার আলী, সাং-মথুরা মুন্নাপাড়া, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করে। ডিবি বগুড়ার অপর একটি টিম একই তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন গোহাইল রোড সূত্রাপুর হইতে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ শাহাদৎ হোসেন ওরফে জিসান (২৫) পিতা মৃতঃ জহুরুল ইসলাম, সাং-গোহাইল রোড সূত্রাপুর, থানা বগুড়া সদর, জেলা বগুড়াকে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি বগুড়ার একটি চৌকস টিম বগুড়া জেলার ধুনট থানাধীন নলডাঙ্গা বাজার হইতে ১.৫ কেজি গাঁজাসহ আসামী ১. মোঃ আতিক হাসান ওরফে ইঞ্জিল(২৬), পিতা-মোঃ মন্টু ফকির, সাং-বড়বিলা পূর্বপাড়া, থানা-ধুনট, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার ধুনট ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।