বগুড়া আইনজীবী সমিতির নির্বাচনে ৩ প্যানেলে লড়ছেন ৩২ জন

125

স্টাফ রিপোর্টার:আগামী ২৭ নভেম্বর শুক্রবার বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচন। সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গওহর আলী বার ভবনে ভোট গ্রহণ করা হবে। এবছর ভোটার রয়েছেন ৭২০ জন। এবারের নির্বাচনে ৩ টি প্যানেলে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।প্যানেল গুলির মধ্যে :বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে রয়েছেন: সভাপতি পদে বর্তমান সভাপতি এ্যাড, গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন এ্যাড. তবিবর রহমান তবি।এপ্যানেলে অনান্য পদে রয়েছেন সহ-সভাপতি পদে এ্যাড, সাহাদৎ হোসেন (২), এ্যাড, হাবিবুর রহমান (৩), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাড, বজলুর রহমান প্রাং বজলু, এ্যাড, এ.কে.এম রেজাউল হক, লাইব্রেরী ও সমাজ কল্যান সম্পাদক পদে এ্যাড, মোঃ জুয়েল, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড, রিয়াজুল জান্নাত প্রিন্স, সদস্য পদে এ্যাড, রাকিবুল ইসলাম, এ্যাড, উজ্জ্বল চন্দ্র সরকার, এ্যাড, মোছাঃ বেবী খাতুন, এ্যাড, মোছাঃ মিতা খাতুন ও এ্যাড, শাহীন উল আলম।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন এ্যাড, শফিকুল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড, মোঃ রফিকুল ইসলাম (১)।এপ্যানেলের অনান্য পদে রয়েছেন, সহ সভাপতি পদে এ্যাড. মোঃ মাহবুব আলম বাবলা, এ্যাড. মাসফিকুর রহমান তালুকদার রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাড, সিরাজুল হক, এ্যাড, মাহফুজার রহমান মাসুদ, লাইব্রেরী ও সমাজ কল্যান সম্পাদক পদে এ্যাড, মোছাঃ মাহবুবা খাতুন সুখী, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড, মোঃ সানাউল সায়েম সুমন, সদস্য পদে এ্যাড, মোঃ আব্দুল জলিল আকন্দ, এ্যাড, মোঃ জহুরুল ইসলাম জিয়া (৬), এ্যাড, মোঃ মিজানুর রহমান, এ্যাড, মোঃ মাসুদ রানা, এ্যাড, মোছা: শিপন খাতুন।বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্যানেলে সভাপতি পদে রয়েছেন এ্যাড, সাইফুল ইসলাম পল্টু ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন এ্যাড, আব্দুল লতিফ পশারী ববি।এপ্যানেল অনান্য পদে রয়েছেন, সহ সভাপতি পদে এ্যাড, লিয়াকত আলী সরদার, এ্যাড, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন এ্যাড, রাশেদুর রহমান মরিস, এ্যাড, শেখ হাবিবুল হাসান ড্রেক।