বগুড়ায় উৎসব মুখর পরিবেশে চলছে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিতরণ ও জমা নেয়ার কাজ

124

কমল@বগুড়ায় উৎসব মুখর পরিবেশে চলছে আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়ন পত্র বিতরণ ও জমা নেয়ার কাজ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সম্ভব্য প্রার্থীরা মিছিল সহ আসছেন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের জন্য। মিছিলে স্লোগানে মুখরিত হয়ে উঠছে দলীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকা।
গত ১৫ নভেম্বর থেকে শুরু করে এপর্যন্ত আগামী বগুড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য দুই মেয়র সহ ৫০ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় আবেদন পত্র সংগ্রহ করেছেন।
এরমধ্যে মেয়ের পদে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাড, রেজাউল করিম মন্টু, পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন শেখ হেলাল।
কাউন্সিলর পদে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন,
১ নং ওয়ার্ডে সার্জিল আহম্মেদ টিপু, শফিকুল ইসলাম নয়ন, ২ নং ওয়ার্ডে আফতাউল হক পিটু, রাশেদুল আলম শাওন, ৪ নং ওয়ার্ডে আবু জাফর মোঃ মাহমুদুন নবি রাসেল, আব্দুল মতিন সরকার, ৫ নং ওয়ার্ডে সেতু খন্দকার, রেজাউল করিম ডাবলু, ৬ নং ওয়ার্ডে আনন্দ দাস, ৮ নং ওয়ার্ড ইব্রাহিম হোসেন, সুলতান মন্ডল, ৯ নং ওয়ার্ডে আলহাজ্ব শেখ, ১০ নং ওয়ার্ডে আরিফুর রহমান আরিফ, ১১ নং ওয়ার্ডে নুর খান, ১২ নং ওয়ার্ডে আলেয়া খাতুন, ১৩ নং ওয়ার্ডে মহিদুল ইসলাম, আল মামুন, ১৪ নং ওয়ার্ডে মশিউর রহমান, আব্দুল খালেক, এম আর ইসলাম রফিক, বর্তসান কাউন্সিলর রেজাউল করিম রতন, ১৫ নং ওয়ার্ডে বাদল কুন্ডু, আব্দুল গফুর প্রাং, আমিনুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডে জহুরুল ইসলাম, ১৭ নং ওয়ার্ডে বর্তসান কাউন্সলর মেজবাউল হামিদ, রাহাত আলী ডাবলু, ১৮ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম অরুন, টিপু সুলতান, ১৯ নং ওয়ার্ডে সোহাগ, আনোয়ার হোসেন, ২০ নং ওয়ার্ডে জামিল উদ্দিন শুভ, ২১ নং ওয়ার্ডে ডাঃ আব্দুল মজিদ, মোজাফ্ফর রহমান।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১,২,৩ রুবিয়া খাতুন, আইভী খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ডে মারুফ সখিনা শিখা, হাসনা আক্তার, ১০,১১,১২ নং ওয়ার্ডে আফরোজা আকতার রিমা, বিলাসি রানি সরকার, ফাতেমা বেগম ছন্দ, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডে মুক্তি বেগম, স্বপ্না চৌধুরী, ১৯,২০,২১নং ওয়ার্ডে খালিকুন্নাহার পলি, শারমিন।
মনোনয়ন পত্র বিতরণ ও জমা নেয়ার কাজে নিয়োজিত পৌর আওয়ামীলীগ নেতা শেখ শামিম, জাহাঙ্গির আলম অরুন, নুরুল আমিন লিডার জানান,
গত ১৫ নভেম্বর থেকে মনোনযন পত্র বিতরণ ও জমা নেয়া শুরু হয়, ২০ নভেম্বর পর্যন্ত তোলা ও জমা দিতে পারবে।