বগুড়ায় নতুন করে ১৮ জন শনাক্ত

219

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় ১৬ এবং সোনাতলায় দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৬১ জন। আর নতুন করে ৯ জন সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮২১ জনে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন। গতকাল মঙ্গলবারের পরিসংখ্যান আজ জানানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৪টি নমুনায় ১৬ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৫টি নমুনায় ২ জন শনাক্ত হন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৮ জনেই অপরিবর্তিত রয়েছে। জেলায় আক্রান্তদের মধ্যে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৪৪২ জন।