গান গাইলেন কুসুম শিকদার

167

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

লোকসংগীত গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটিতে মডেল হিসেবে দেখা যাবে কুসুম শিকদারকে। শ্রোতাপ্রিয় লোকসংগীত ‘তোমায় হৃদ মাঝারে রাখিবো’ শিরোনামের এই গানটি এবার নতুনরূপে শোনা যাবে অভিনেত্রীর কণ্ঠে। রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরে পরিবেশিত হবে গানটি।

কুসুম শিকদার বলেন, ‘পেশাগত সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি বলেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। নতুন শিল্পীর সঙ্গে ফোক গানে কণ্ঠ মেলানোর অভিজ্ঞতা বেশ উপভোগ করেছি।’

ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসরে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে চূড়ান্ত তালিকায় থাকা পাঁচজনকে। এই পাঁচজনের জন্য পাঁচটি ফোক গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। বাকি চারটি গানে পারফর্ম করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, তারিন জাহান ও মেহের আফরোজ শাওনকে।

গানগুলোর সংগীতায়োজন করেছেন খৈয়াম সান সন্ধি। চিত্রায়ণ করেছেন নজরুল ইসলাম রাজু। শিগগিরই মাছরাঙা টেলিভিশনে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’র জন্য করা গানগুলোর প্রিমিয়ার হবে। এছাড়া ‘রেডিও দিনরাত’-এ প্রচারসহ ইউটিউবে শোনা যাবে গানগুলো।