বগুড়া এক্সপ্রেস ডেস্ক
দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে টিভি নাটকের অভিনয়ে নেই নাট্যাভিনেত্রী ফারজানা চুমকি। টিভি নাটকে না থাকলে মঞ্চে ফিরছেন তিনি। ‘ঢাকা থিয়েটার’র নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটক গত মাসের শেষ সপ্তাহে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে চুমকি অভিনয় করেছেন মনমিতা চরিত্রে। চুমকি বলেন, ‘আমি চেয়েছি করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার পর আগামী বছরের শুরু থেকে টিভি নাটকে অভিনয় করবো। কিন্তু এর মধ্যে নিজের দলের নতুন নাটকে এই পরিস্থিতির মধ্যেই অভিনয় করতে হলো। মনমিতা চরিত্রটি আমার ভীষণ ভালোলাগার একটি চরিত্র। নাটকটির গল্প এই সময়ের হলেও নাট্যকার নাটকটি অনেক আগে লিখেছেন।’
আগামী ২০ ও ২১ নভেম্বর আবারো রাজধানীর শিল্পীকলা একাডেমিতে মঞ্চায়ন হবে এই নাটকটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে চুমকির প্রথম সিনেমা ‘পাপ পুণ্য’। সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস