ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে সম্মেলনের সভাপতিত্ব করেন আটমূল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, উপজেলা শ্রমিকলীগ নেতা স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা হাসান তারেক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আটমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। দ্বিতীয় অধিবেশনে সকলের উপস্থিতিতে ৫১ সদস্য বিশিষ্ট আটমূল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি কমিটি ঘোষণা করা হয়। যার সভাপতি মোঃ আব্দল মোতালেব ও সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর।