কবি খোকন সরদারের কাব্যগ্রন্থ ‘রঁজক’ এর মোড়ক উন্মোচন

175

 

কবি খোকন সরদারের প্রথম কবিতার বই ”রঁজক” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান । ১৯ নভেম্বর ২০২০, বনানী, ঢাকা-১২১৩ সকালে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে, সংগঠক, মানবাধিকার কর্মী, চিত্রশিল্পী কবি খোকন সরদারের কবিতার বই “রঁজক” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান, কেক কাটার মাধ্যমে উদ্বোধন করেন, অনষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়াম্যান-প্রফেসর ড. আব্দুর রহিম খান,পিপিএম, সাবেক অতি. আইজিপি বাংলাদেশ পুলিশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব-কবি ও রবিউল ইসলাম, সোহেল, ইনডেক্স গ্রুপের পরিচালক- তাওহিদ খান, গবেষক, প্রকাশক কবি নাজমুস সায়াদাত, আমন্ত্রিত অতিথি ছিলেন -কবি ও গবেষক, মুহাম্মদ শামছুল হক বাবু, ও সভাপত্বিত করেন এসাসিয়েশন ফর কর্মাশিয়াল আর্টিস্টের সভাপতি-সাইফুল ইসলাম বাবু । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চট্রগ্রাম মহানগর, সাতক্ষীরা জেলা কমিটি, তাড়াশ (সিরাজগন্জ) জেলার কমিটি সদস্য বৃন্দ।