বগুড়ায় মাস্ক না পরায় ২৩  ব্যক্তিকে জেল-জরিমানা

282

স্টাফ রিপোর্টার

মাস্ক না পারার অপরাধে বগুড়ায় বৃহস্পতিবার আরও ২৩জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ ও নাছিম রেজা।

ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যক্তিকে এক দিন করে বিনাশ্রম কারাদÐ দেন। তবে তাদের মধ্যে শহরের সুত্রাপুর এলাকার খোকন মিয়ার ছেলে রনি (৪২) নামে একজনের নাম জানা গেছে। আগের দিন বুধবার মাস্ক না পরায় ৫০ ব্যক্তিকে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, মাস্ক না পরায় ৩ ব্যক্তিকে এক দিন করে বিনাশ্রম কারাদÐের পাশাপশি ২০জনের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, ‘সংক্রাম রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ওই আদালত পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।