বগুড়ায় ২০২ নমুনায় শনাক্ত ২৫

270

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০২টি নমুনার ফলাফলে নতুন করে ২৫জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১২দশমিক ৩৭শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ২৫জনের মধ্যে সদরের ২০জন, শাজাহানপুর ২, গাবতলী ২ এবং বাকি একজন কাহালুর।
শুক্রবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ১৯নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনায় ২২জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৩টি নমুনায় ৩জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৫০৩জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৮৪২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৯জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪৬২জন।