বুড়িগঞ্জে হাফ-ডজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়-ঝাঁপ

162

—————————
আনোয়ার হোসেন, নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে প্রায় হাফ-ডজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু হয়েছে।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সোনাপুড়া গ্রামের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডল, অপরদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি পঞ্চদাস গ্রামের নতুন মুখ শিক্ষক ওবাইদুর রহমান,
আওয়ামী লীগের নেতা বিলহামলা গ্রামের পুরাতুর মুখ সাইদুর রহমান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদইল গ্রামের নতুন মুখ রেজাউল করিম চঞ্চল, সমাজকর্মী রাজারগাড়ি গ্রামের পুরতুন মুখ শামছুত তায়ালা খুররুম তালুকদার ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা দক্ষিণ ছাতড়া গ্রামের নতুন মুখ আব্দুল মান্নান প্রামানিক।
এসব বিভিন্ন পেশার নতুন-পুরাতন হাফ-ডজ্জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীগুলো তার নিজ গ্রামসহ ইউনিয়ন জুড়ে ১৮-২০টি গ্রামে চালিয়ে যাচ্ছে উঠান বৈঠক, আলোচনা এবং মতবিনিময় সভা।
এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে চালিয়ে যাচ্ছেন ২০২১ সালের ইউপি নির্বাচনী প্রচারণা। এসব সম্ভাব্য পদপ্রার্থীদের মধ্যে কেউ কেউ ভোটারদের বাড়ী বাড়ী, গ্রামে গ্রামে, হাট গঞ্জে ও বাজারে বন্দরে প্রচারণার পাশাপাশি ভোটারদের সর্মথন আদায়ের জন্য দ্বারে দ্বারে ঘোরছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই বুড়িগঞ্জ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা দেখে সচেতন মহল হতবাক। এছাড়াও দুই এক জন পদপ্রার্থী হতেও পারেন।