শিবগঞ্জে করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে ফুটবল টুর্নামেন্ট পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

139

রশিদুর রহমান রানা শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে ফুটবল টুর্নামেন্ট পরিচালনার অপরাধে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার বিকাল ০৪:৩৬ ঘটিকায় শিবগঞ্জ উপজেলাধীন গাংনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গাংনগর এএম বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে টিকিট বিক্রি করে ফুটবল টুর্নামেন্ট আয়োজন ও বিপুল পরিমাণ জনসমাগম ঘটিয়ে করোনা ভাইরাস সংক্রামক জীবানুর বিস্তার ঘটিতে সহায়তা করার অপরাধে আয়োজন কমিটির সভাপতি মোঃ গোলাম দস্তগীর (২৭) কে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগিতায় আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলমগীর কবীর। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সার্কেল এএসপি জনাব আরিফুল ইসলাম সিদ্দিকীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। অভিযুক্তের স্বীকারোক্তি ও অঙ্গীকারের ভিত্তিতে ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইনে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর।