বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ,সব দলের অধিনায়ক চূড়ান্ত

180

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪শে নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট আসর। এরইমধ্যে ক্রিকেটার্স ড্রাফট থেকে ৫ দল লটারির মাধ্যমে দল গড়ে নিয়েছে গেল ১২ই নভেম্বর। বাকি ছিল শুধু অধিনায়ক ঘোষণা। এরইমধ্যে সব দল অধিনায়ক চূড়ান্ত করেছে। গতকাল মিনিস্টার রাজশাহী দল অধিনায়ক হিসেবে তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে। সবার আগে দলনেতা নিশ্চিত করে অবশ্য বরিশাল ফরচুন। দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাঁধেই থাকলো বরিশালের দায়িত্ব। জেমকন খুলনার নেতৃত্বে তুলে দেয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। এছাড়াও গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।

অন্যদিকে আলোচনা ছিল এই আসরে মুশফিকুর রহীমকে বেক্সিমকো ঢাকার অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা! সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপেও তিনি অধিনায়ক হতে রাজি হননি। তবে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। ঢাকার দায়িত্ব পেয়েছেন মুশফিকই। বিষয়টি নিশ্চিত করেছেন বেক্সিমকো ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওবায়েদ নিজাম। তিনি বলেন, ‘ড্রাফটে আমাদের প্রথম পছন্দই ছিলো মুশফিকুর রহীম।

কোন দলের কে অধিনায়ক-
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহীম
ফরচুন বরিশাল: তামিম ইকবাল
জেমকন খুলনা: মাহমুদুল্লাহ রিয়াদ
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন
মিনিস্টার রাজশাহী: নাজমুল হোসেন শান্ত