বোট মালদ্বীপ শাখার সম্মেলন-২০২০ইং শরীফ আহবায়ক/ শফিকুল সদস্য সচিব নির্বাচিত

345

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম-বোট এর ধারবাহিক কার্যক্রম এর অংশ হিসেবে মালদ্বীপ শাখার সম্মেলন ২১/১১/২০২০ শনিবার রাত ৯ টায় অনলাইনের মাধ্যমে মালদ্বীপ সম্মেলন গ্রুপে অনুষ্ঠিত হয়।
শরীফুল ইসলাম শরীফের এর সভাপতিত্বে এবং বোট বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক জনাব,আপেল মাহমুদ এর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোটের সভপতি মন্ডলীর সিনিয়র সদস্য জনাব সেলিনা বেগম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোট কর্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন বাহার।
বিশেষ অতিথি ছিলেন বোটের সহসভাপতি সামছুল কবির, বাদল মৃধা,বেলাল আহমেদ,হারুনুর রশিদ,
যুগ্ন-সাধারন সম্পদক রেজাউল করিম স্বপন, সাংগাঠনিক সম্পাদক শাহীন হোসেন শাহী।

কেন্দ্র এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মি বৃন্দ।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবিশনে৫১সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করেন বোটের সভাপতি মণ্ডলীর সিনিয়র সদস্য জনাব সেলিনা বেগম।
আহবায়ক নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম শরীফ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম।
নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়েছেন বোটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।