সোনাক্ষীর বিয়ে নিয়ে জল্পনা

246

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

কানে কাঁধ পর্যন্ত লম্বা ভারী দুল। নাকে নথ। দুধ সাদা পালাজো স্যুট। ঠোঁটে হালকা পিঙ্ক ম্যাট লিপস্টিক। হাতে মোটা সোনার ব্যাঙ্গেল। সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন সোনাক্ষী সিনহা। অন্যান্য নায়িকাদের মতো সোনাক্ষীকে খুব বেশি সাজগোজ করে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় না। বরং হালকা সাজে, একেবারে এলিগ্যান্ট লুকেই তিনি অনুরাগীদের মন জয় করেন।

এ বারেও তার ব্যাতিক্রম হল না। এই বলিউড নায়িকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। মেহেন্দি পার্টি লুকের এই ছবি দেখে অনুরাগীরা বলতে শুরু করেন, তবে কি বিয়েটা সোনাক্ষীর। কিন্তু না বিয়েটা সোনাক্ষীর নয়। বন্ধুর বিয়েতেই এই সাজে পৌঁছেছিলেন অভিনেত্রী। তবে এমনই যে কিছু হতে পারে, তা আগে থেকেই অনুমান করেছিলেন নায়িকা। তাই ক্যাপশনে তিনি লিখেছেন, সাদি ভাইবস (জাস্ট নট মাইন)।