বগুড়ায় ক্ষেতমজুর সমিতি রাজশাহী বিভাগীয় সভা অনুষ্ঠিত

194

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রাজশাহী বিভাগীয় সভা শনিবার সকাল সাড়ে ১১ বিভাগীয় সম্বনয়ক ও বগুড়া জেলার সভাপতি সাহা সন্তোস এর সভাপতিত্বে ও ক্ষেতমজুর নেতা শ্রীকান্ত মাহাতোর পরিচালনায় ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সন্তোস রায় চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড আনোয়ার হোসেন রেজা, নওগাঁ জেলা কমিটির সভাপতি প্রদ্যুত ফৌজদার, সদস্য রেবেকা সরেণ, সিরাজগন্জ জেলা সভাপতি লিয়াকত আলী কাক্কু, সাধারণ সম্পাদক ডা. প্রদীপ কুমার ভৌমিক, নাটোর জেলা আহ্বায়ক নির্মল চৌধুরি, জয়পুরহাটের আহ্বায়ক ছাইদুল করিম।
বক্তারা অবিলম্বে পল্লী রেশন চালু, গ্রামীন বরাদ্দ লুটপাট বন্ধ , সারা বছর কাজ, নারী পুরুষদের সমকাজেসম মজুরি দিতে হবে, “১০০ দিনেরকর্মসৃজন কর্মসূচী সব উপজেলালায় চালু করতে হবে , মজুরি ৫০০/টাকা দিতেহবে, ক্ষেতমজুরদের কর্মক্ষম সন্তানদের ভকেশনাল ট্রেনিং দিয়ে সরকারী খরচে বিদেশে পাঠাতে হবে, ষাটউর্ধ বয়স্কদের পেনশন স্কিমের আওতায় আনতে হবে, খাস জমি প্রকৃত ভমিহীনদের মাঝে বন্টন করতে হবে ,বিনামূল্যে চিকিৎসা লেখাপড়ার নিশ্চয়তা দিতে হবেসহ ক্ষেতমজুর সমিতির দশ দফা মেনে নেওয়ার আহবান জানায় ।