শেরপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

229

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ‘নো মাস্ক, নো সার্ভিস’ অনুশাসন বাস্তবায়নে মাঠে নেমেছে বগুড়া শেরপুর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত জনসচেতনামূলক প্রচারণা, মাইকিং ও ভ্রাম্যামাণ আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ্যাক্সিকিউটিভ ম্যাজ্রিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী সেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাস্ক না পরায় ৭ জনকে ১হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও দোকানে প্রকাশ্যে তামাকজাত পণ্যর বিজ্ঞাপন টাঙিয়ে রাখায় ৮ জনকে মোট ১ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।