প্রেস বিজ্ঞপ্তি
রবিবার বাদ আসর বায়তুর রহমান জামে মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বগুড়া শহর বিএনপির উদ্দোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া শহর বিএনপির আহবায়ক মোঃ মাহবুবর রহমান বকুল এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক সাংসদ জনাব হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড একেএম সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা ও শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপি নেতা জহুরুল ইসলাম ডালু, রোস্তম আলী, আলহাজ্ব আঃ গফুর, মোর্শেদ মিটন, আলহাজ্ব রেজাউল হক, আঃ মজিদ, আঃ জব্বার টুকু, আঃ মান্নান, আরিফুর রহমান পিন্টু, হারুন আর রশিদ সাজু, আঃ কুদ্দুস চান, এনামুল হক সুমন, আজিজুল হক মঞ্জু, সহিদ হোসেন সঞ্জু, ময়নুল হক উজ্জ্বল, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন ফারুক, রাজু বাহার, সাজ্জাদ হোসেন পিন্টু, এমদাদুল হক মিলন, আঃ খালেক, আবু বক্কর সিদ্দিক, দেলোয়ার হোসেন মুক্তার, আঃ খালেক (১৬), আঃ করিম মিস্টার,মোজাম্মেল হক টিটু, মানিক সরকার, রাজু পাইকার, মোঃ জাহেদ হোসেন, শহর শ্রমিক দল সভাপতি লিটন শেখ বাঘা, সহ বগুড়া শহর বিএনপির ২১টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।