বঙ্গবন্ধু’র আদর্শ্যে উজ্জীবিত হয়ে আমাদের কাজ করতে হবে —–রবিন খাঁন

179

মুহাম্মাদ আবু মুসা

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, বঙ্গবন্ধু মানুষকে ভালবেসে দেশের কাজ করেছেন। তাই তাঁর আদর্শ্যে উজ্জীবিত হয়ে মানুষকে ভালবেসে আমাদেরও দেশের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। গাবতলীতেও অনেক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। তার প্রমান উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ আহবান জানান। গতকাল শনিবার বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় লাংলু স্কুল মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী মিন্টু। আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এআই ফয়সাল খান জনি, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার, আওয়ামী লীগ নেতা এ্যাড: রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল, আওয়ামী লীগ নেতা গোলাম রহমান মুকুল হোসেন, আইনুর রহমান, আনোয়ারুল ইসলাম ধলু, রায়হান কবীর স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ রয়েল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের মনোরঞ্জন রায়, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান জুয়েল, দুলাল করিম দুলাল, নজরুল ইসলাম বাদশা, মুজিবুর রহমান আলতাব, রেজাউন নবী আলমগীর, আঃ রহিম মোল্লা, জাহাঙ্গীর আলম, নাজমা বেগম, জান্নাতুল আলম রুমেল খান, হায়দার আলী, ফোরকান আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফার, সেকেন্দার আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল প্রমূখ।