মাদক রাখার অভিযোগে অভিনেত্রী ভারতী সিং দম্পতি গ্রেপ্তার

269

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যার সূত্র ধরে এবার গ্রেপ্তার করা হয়েছে ভারতের কমেডি অভিনেত্রী ভারতী সিং ও তার স্বামী স্ক্রিনরাইটার হর্ষ লিম্বাচিয়াকে। ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলেছে, ওই দম্পতির বাসায় তল্লাশি চালিয়ে তারা ৮৬.৫ গ্রাম মাদক উদ্ধার করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ রিয়েলিটি শো’র কো-হোস্ট এই যুগলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারতের বিনোদন জগতে মাদদের অবৈধ ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তারই অংশ হিসেবে ওই তল্লাশি চালানো হয়। জুনে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তারপর একের পর এক অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে আসছে মাদকের সঙ্গে।

তারই প্রেক্ষাপটে এই দম্পতির বিরুদ্ধে এমন তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ১৪ই জুন মুম্বইয়ে নিজের ফ্লাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত (৩৪)। ওই সময় পুলিশ বলেছিল, তিনি আত্মহত্যা করেছেন। বার্তা সংস্থা এএনআই’কে তদন্তকারী এক কর্মকর্তা সমীর ওয়াংখেরে বড়েছেন, ভারতী সিং ও তার স্বামীকে মাদক রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে। তবে সরকারি বার্তা সংস্থা পিটিআই বলেছে, এক ড্রাগ বা মাদক ব্যবসায়ীর সাক্ষাতকারেই উঠে এসেছে ভারতী সিংয়ের নাম। মুম্বইয়ে নিজের বাড়ি থেকে বের হয়ে ভারতীয় সিং সাংবাদিকদের বলেছেন, আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আর কিছু না। উল্লেখ্য, এরই মধ্যে এ সংক্রান্ত তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনে, রাকুলপ্রিত সিং, শ্রদ্ধা কাপুর সহ কয়েকজনকে।