আদমদীঘিতে বাজারে অতিরিক্ত টোল আদায়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩

128

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে অতিরিক্ত টোল আদায় নিয়ে ব্যবসায়ী ও বাজার ইজারাদার কর্তৃপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী ও ইজারাদার উভয়পক্ষের তিনজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মুরইল বাজারে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানিয়রা জানায়, উপজেলার মুরইল বাসস্ট্যান্ড বাজারে চপলের মর্কেটের সামনের ফাঁকা জায়গায় কাঁচা বাজারের জন্য ইজারাদারের পক্ষ থেকে বেশ কয়েকজন দোকানীকে সেখানে বসিয়ে দেয়া হয়। এসব দোকান থেকে ইজারাদার জয়নালের পক্ষে হামিদুল অতিরিক্ত টোল আদায় করতে গেলে মার্কেটের ব্যবসায়ী চপল, তার ভাই চঞ্চল ও আপেল তাকে বাধাঁ দেয়। একপর্যায়ে শনিবার দুপুরে অতিরিক্ত হারে টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে আপেল, সবুজ ও হামিদুল আহত হলে তাদের আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজার ইজারাদার প্রত্যহ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত হারে টোল আদায় করে থাকেন। এদিকে বাজার ইজারাদার জয়নাল আবেদীন জানায়, অতিরিক্ত টোল আদায় করা হয়নি।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এঘটনায় এখনও মামলা হয়নি।