বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

244

মোঃ পাভেল মিয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে বিএডিসি কৃষিবিদ সমিতির পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্থ  ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের বোরো ধান বীজ, গম বীজ,আলু বীজ এবং সরিষা বীজ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসময় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন বিএডিসি কৃষিবিদ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ নাজিম উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদকত সঞ্জয় রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বিএডিসি কৃষিবিদ সমিতি বগুড়ার উপপরিচালক (বীজ উৎপাদন) শামসুজ্জোহা প্রাং, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, বিএডিসি কৃষিবিদ সমিতি বগুড়ার উপ-পরিচালক শামিনা পারভীন, কৃষক আব্দুস সালাম ও কৃষাণি আলেয়া বেগম।