বগুড়ায় বেড়েছে করোনা সংক্রমণ :নতুন শনাক্ত ৬৭

238

স্টাফ রিপোর্টার

বগুড়ায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় ২৯৪ নমুনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭জন।  আক্রান্তের হার ২২দশমিক ৭৮শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৬৭জনের মধ্যে সদরের ৬৩জন, আদমদিঘী ২জন, গাবতলী ও শাজাহানপুরে একজন করে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ২১ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৫টি নমুনায় ৬৫জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৯টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৫৯৭জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৮৭৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২০০জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫২১জন।