সোনাতলায় ৩৮০০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরনঃ

259

ফয়সাল আহমেদ সোনাতলা থেকে
বগুড়ার সোনাতলা উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩৮০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে এর শুভ উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার মুল্যবান বক্তব্য রাখেন। এছারাও অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামিম, মধুপুর ইউপি চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবু লায়েছ নাহিদ প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদের।