মালদ্বীপে সোনাক্ষীর অন্যরকম সময়1 মিনিটে পড়ুন

93

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

মালদ্বীপ যেন বলিউড তারকাদের ঘুরাঘুরির জন্য প্রিয় জায়গায় পরিণত হয়েছে। করোনা পরিস্থিতির পর গত কয়েক মাসে অনেক তারকাই সেখানে ঘুরতে গিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সোনাক্ষী সিনহা। কেবল ঘুরতেই সেখানে গিয়েছেন এই নায়িকা। আর এ নায়িকা অন্যরকম সময় কাটাচ্ছেন সেখানে। মালদ্বীপ থেকে বিকিনি পরিহিত একটি ছবিও পোস্ট করেছেন তিনি। এরইমধ্যে তার এই ছবিটি অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়েছে। বীচে তোলা এ ছবিটি পোস্ট করে সোনাক্ষী ক্যাপশনে লিখেছেন, ‘পানির মাঝে সুখ’।

এদিকে সোনাক্ষী তার ক্যারিয়ারের ১০ বছর পূরণ করেছেন এ বছর। এখনও তার হাতে রয়েছে কমপক্ষে তিনটি নতুন ছবি। এগুলোর শুটিং আগামী বছর করবেন তিনি।