লেখাপড়ার পাশিপাশি সকল শিক্ষার্থীদেরকে খেলায় মনোযোগী করে তোলার জন্য সকলকে এগিয়ে আসতে হবে —খোকন সরকার

276

————————————————–
আকাশ স্টাফ রিপোর্টারঃ সোমবার বিকালে বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত: বিদ্যালয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
২০০৭ ব্যাচের শিক্ষার্থী ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির আমন্ত্রণে গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, টিসিবির ডিলার, আওয়ামীলীগ নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক চেয়ারম্যান প্রার্থী এ কে এম কাওছার আলী খোকন সরকার। তিনি তার সৌজন্যে ২০১৩ ও ২০১৮ ই্য ব্যাচের শিক্ষার্থী খেলোয়ারদের হাতে জার্সি, ফুটবল ও খেলা সামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সকল শিক্ষার্থীদেরকে খেলায় মনোযোগী করে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির মেহেদী, শাওন, আশিক, সুইট, শহর, মনির,, সাদিক । খেলায় অংশ গ্রহন করে ২০১৩ ও ২০১৮ ইং ব্যাচের শিক্ষার্থীরা।খেলা পরিচালনা করেন জেলা ক্রিড়া সংস্থার সদস্য আ: সবুর। সহকারী আমিনুল ইসলাম মিটু ও রঞ্জু মিয়া বালা।