——————–
আনোযার হোসেন, নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির চালুঞ্জা কালিতলা উচ্চ বিদ্যালয়ের লাগানো বেশকিছু গাছ কর্তন করে নিয়ে গেছে স্থানীয় এক প্রভাবশালী। স্থানীয় একধিক সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) মাঝিহট্ট ইউপির চন্দ্রপুকুর গ্রামের তাহাজ্জত আলীর পুত্র জসিম উদ্দিন স্থানীয় চালুঞ্জা কালিতলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব “তিতকাটাল” মাঠের জমিতে লাগানো ছোট বড় প্রায় ১৭টি ইউক্যালেটার্স গাছ কর্তন করে নিয়ে যায়। যার অনুমান মূল্য ৪০ হাজার টাকা। উক্ত ঘটনাটি নিয়ে ২২ নভেম্বর স্থানীয় সচেতন মহলের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তনের সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে চালুঞ্জা কালিতলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, দিন দুপুরে বিদ্যালয়ের গাছগুলি কর্তন করে নিয়ে যাওয়ার বিষয়টি সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। তিনি আরও জানান, বিগত সময়ে সভাপতি থাকা কালিন তার নিজ হাতে গাছগুলি লাগানো হয়েছিল সেই গাছগুলি গোপন আঁতাত ভিত্তিতে কর্তন করা হলো। পেশী শক্তি দেখিয়ে বিদ্যালয়ের গাছ কর্তন করা জসিম উদ্দিনের নিকট জানতে চাওয়া হলে, তিনি তথ্য না দিয়ে এড়িয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার দাবী জানান সচেতন মহল।