বগুড়া এক্সপ্রেস ডেস্ক
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বিশেষ করে চলচ্চিত্রে তার গাওয়া অনেক গানই কালজয়ী হয়ে আছে। তবে নতুন গান এখন তেমন একটা করেন না এ শিল্পী। খুব বেছে বেছে মনের মতো গানই করেন কেবল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের নাম ‘সুখের অসুখ’। এ গানটিতে সাবিনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চলতি প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। যিনি প্রয়াত কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের সান্নিধ্যে ছিলেন একেবারে নিজের ক্যারিয়ারের শুরু থেকেই।
সাবিনা-মোমিনের গাওয়া গানটি মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশ হবে। এর কথা লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন মোমিন বিশ্বাস। আর সংগীতায়োজনে উজ্জ্বল সিনহা। এইচএম ভয়েস থেকে গানটি প্রকাশ হবে। এ বিষয়ে সাবিনা ইয়াসমীন বলেন, মোমিন খুব মেধাবী একজন শিল্পী। এ গানটিও সে খুব ভালো গেয়েছে ও সুর করেছে। আমার নিজেরও বেশ মনে ধরেছে। গানটি সবার ভালো লাগবে বলেই আশা রাখি। মোমিন বলেন, সাবিনা আপার সঙ্গে গাওয়া নিশ্চিত আমার জীবনের অনেক বড় একটি পাওয়া। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপাকে। সব মিলিয়ে বেশ ভালো একটি গান হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।