সোনাতলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামুল্যে ধান, গম ও আলুর বীজ বিতরন

234

ফয়সাল আহমেদ
বগুড়ার সোনাতলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামুল্যে উফশী জাতের বোরো ধান, গম ও আলুর বীজ বিতরন করা হয়েছে। ২২’শে নভেম্বর রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষিবিদ সমিতি’র উদ্যোগে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কেন্দ্রীয় (বিএডিসি) কৃষিবিদ সমিতির সভাপতি রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে এ উপকরন বিতরনের শুভ উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, কেন্দ্রীয় (বিএডিসি) কৃষিবিদ সমিতির সাধারণ সম্পাদক নাজির উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, বিএডিসি’র বগুড়া অঞ্চলের উপ-পরিচালক শহিদুজ্জামান, উপ-পরিচালক বীজ উৎপাদন মোঃ শামসুজোহা, কৃষিবিদ মোসাব্বের হোসেন, মোরতোজা ইকবাল, আকতারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ। এছারাও আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাহিদুল বারি খান রব্বানী, সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, দিগদাইর ইউনিয়নের চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু লায়েছ হোসেন নাহিদ. উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, সাঃ সম্পাদক সুজন কুমার প্রমুখ। এসময় উপজেলার ১’শ ৫০ জন কৃষকের মাঝে উফশী ধান,৮৩ জন কৃষকের মাঝে আলু ও ৮০ জন কৃষকের মাঝে উন্নত গমের বীজ বিতরন করা হয়েছে।