বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহি বাস উল্টে আহত ১০

234

এম.এ রাশেদ,
বগুড়ার ধুনটে যাত্রীবাহি বাস সড়ক দুর্ঘটনায় বাস উল্টে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাযায়, ঘটনার দিন দুপুরে সৌরভ নামের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো জ-১১১৪৯৪) বগুড়া থেকে গোসাইবাড়ি বাজারের উদ্যেশে রওনা হয়। পথিমধ্যে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা গ্রামে পৌছিলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি সড়কের পুর্বপাশে ফাকা জমিতে পড়ে যায়। এঘটনায় যাত্রীদের আহত হবার ঘটনা ঘটে।

স্থানীয় এবং ধুনট ফায়ার ডিফেন্সের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এঘটনায় আহতরা হলেন, ধুনট উপজেলার বিশ্ব হরিগাছা গ্রামের রুবেল আহম্মেদের স্ত্রী জাহানারা (৩৫), গোসাইবাড়ী গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৫২), নিতাইয়ের স্ত্রী চন্দনা (২৫), মৃত. দানেসের স্ত্রী রেজী (৬০), চিথুলিয়া গ্রামের আবু হোসেনের স্ত্রী মায়া (৬০), চিকাশি গ্রামের পামুছার ছেলে আব্দুস সামাদ (৭০), ধুনট সদর পাড়ার উপেল নাথের ছেলে বিশ্বনাথ (৫২), চালাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আফাস উদ্দিন (৫৫), সারিয়াকান্দি উপজেলার পাকুড়তলী গ্রামের নায়েব আলীর স্ত্রী চায়না খাতুন (৪৫) ও সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার রহুয়াবাড়ী গ্রামের শাকিলের স্ত্রী লিমা খাতুন (২৫)। ঘটনার পর ধুনট থানার এসআই রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধুনট ফায়ার ডিফেন্সের কর্তাকর্তা আতাউর রহমান সাংবাদিক এম.এ রাশেদ কে জানান, দুর্ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আহতরা উপজেলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।