বগুড়ায় করোনায় দুইজনের মৃত্যুঃ নতুন শনাক্ত ২০

241

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০৫টি নমুনার ফলাফলে নতুন করে ২০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৯ দশমিক ০৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১০জন। তবে করোনায় নতুন করে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- কাহালু উপজেলার তিনদিঘী এলাকার আলতাব হোসেন(৯০) এবং জয়পুরহাট জেলার  আক্কেলপুর হাজীপাড়া এলাকার বিউটি(৪৮) । তারা রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নতুন আক্রান্ত ২০জনের সবাই সদরের বাসিন্দা।

সোমবার বেলা ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ২২ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১১টি নমুনা ৪জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৬১৭জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৮৮৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে দুইজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২০২জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫২৯জন।