বগুড়ার শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

296

এম.এ রাশেদ,

বগুড়ার শেরপুরে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চকঘিনাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের ইমরান শেখের ছেলে ইহাব বাড়ির পার্শ্বে খেলা করছিল। এসময় অসাবধনতাবশ সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শরিফুল আলম জানান, হাসপাতালে আনার পুর্বেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।