প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি

বগুড়া সদরের নওদাপাড়ায় ২টি প্লাষ্টিকের কারখানায় আগুন

208

আকাশ স্টাফ রিপোর্টারঃ সোমবার দিনগত রাত অনুমান ১টা ৩০ মিনিটে বগুড়া সদরের নওদা পাড়ায় বিদ্যুতের মিটার বাস্ট হয়ে দোকানে আগুন লেগে সস্পূর্ণ কারখানা পুড়ে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
সরে জমিনে জানা গেছে, নওদাপাড়া বন্দরে স্কাউট মাঠের সামনে রবিউল ইসলামের নুর ও নিশাদ প্লাষ্টিকের কারখানায় বিদ্যুতের মিটার বাষ্ট হয়ে আগুন লাগলে ২ টি কারখানাই সম্পূর্ণ পুড়ে যায়। এতে কারখানার মালিকের প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়। যেসব জিনিস পত্র পুড়ে যায় তার মধ্যে অটোমেশিন ২টি, যার মুল্য ২৫ লক্ষ টাকা, দানা মেশিন ২টি ৬ লক্ষ টাকা, কাটিং মেশিন ২টি ২ লক্ষ টাকা, মিক্সার মেশিন ২ টি ২ লক্ষ টাকা, কাঁচামাল ১০ লক্ষ টাকা সহ অন্যান্য আসবাবপত্র মিলে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়। সংবাদ পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের সিনি: ইন্সপেক্টর বজলুর রশিদের নেতৃত্বে একটি ইউনিট এসে আগুণ নিভাতে সক্ষম হয়। তৎক্ষণাৎ সদর থানার এস আই বেদার উদ্দিন ঘটনা স্থলে পৌছে বুঝতে পারেন যে, কারখানার সম্পূর্ন ক্ষতি হয় এবং তিনি ক্ষতি গ্রস্থদের শান্তনা দেন। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে সরকারী সাহায্যের আবেদন করা হয়।