সারিয়াকান্দিতে করোনা সচেতনতায় ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

139

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ এবং সিএনজি স্টেশনে সচেতনতা মূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।
র‌্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়রাম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী
অফিসার মোঃ রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান
আকরামুল হক, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুল রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃমাহমুদুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হাসেম আলী, বীর মুক্তিযোদ্ধা
আলী আজগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া বলেন, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং
মাস্ক পরিধানে উৎসাহ বাড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়াও সারিয়াকান্দি
মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মানুষ
যেন ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্য সচেতনতা মেনে চলাফেরা করারও আহব্বান জানান তিনি।

বার্তা প্রেরক:
পাভেল মিয়া/সারিয়াকান্দি,বগুড়া।
০১৭৫৭-৫৩১২৩৫
২৪ নভেম্বর /২০ইং