বগুড়ায় করোনায় আরো ১জনের মৃত্যু, নতুন সনাক্ত ২৬

216

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৬টি নমুনার ফলাফলে নতুন করে ২৬জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৯জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি হলেন- আবুল কাশেম(৬৫)। তিনি মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন আক্রান্ত ২৬জনের মধ্যে সদরের ২১জন কাহালু ২জন, শাজাহানপুর ২জন এবং বাকি একজন গাবতলীর বাসিন্দা।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২৪ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯১টি নমুনায় ২৪জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৫টি নমুনা ২জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৬৭৩ জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৯৩৩জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২০৩জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৩৭জন।