শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির তামাক বিরোধী প্রশিক্ষণ উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক বিরোধী প্রশিক্ষণে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রিসোর্স পার্সন ডা. তারক নাথ কুন্ডু, ওসি এসএম বদিউজ্জামান, কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, শিক্ষা কর্মকর্তা এসএম সারোয়ার জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান তোফালে আহমেদ সাবু, আব্দুল হাই, শফিকুল ইসলাম শফিক, মাহমুদ হাসান তৌফিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, সাংবাদিক সোহেল আক্তার মিঠু । এসময় উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, জন স্বাস্থ্য প্রকৌশলী খাদিজা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বেলজার রহমান, চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যে সব জায়গায় ধূমপান করা যাবে না, সেই স্থানগুলি হলো পাবলিক প্লেস বা পাবলিক পরিবহন এবং যে সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হলো বিজ্ঞাপন নিষিদ্ধ, অটোমেডিক ভেন্ডিং মেশিন নিষিদ্ধ, অপ্রাপ্ত বয়স্কদের তামাক জাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ, ধূমপানের এলাকা নো স্মোকিং সাইনে স্থাপন, সচিত্র স্বাস্থ্য সতর্ক বানী অমান্য করলে ৩-৬ মাসের জেল জরিমানা ও ৩শ-২ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। উপজেলা তামাক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক রিসোর্স পার্সন ডা. তারকনাথ কুন্ডু বলেন, ধূমপান করলে হৃদযন্ত্রের সূক্ষনালী গুলো ক্ষতি গ্রস্থ হয়। মস্তিকে রক্ত ক্ষরনে সম্ভাবনা থাকে। ফুসফুসে ক্যান্সার সহ মানষিক ভাবে ভারসাম্যহীন হওয়ার সম্ভাবনা আছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, তামাক বিরোধী আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সফল কার্যক্রমে আইনী সহায়তা প্রদান করা হবে। মাদক সেবনে নিরুৎসাহীত করতে সকলকে এগিয়ে আসতে হবে।