আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে তাড়াশে মানব বন্ধন

267

এ এইচ খোকন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বে-সরকারী উন্নয়ন সংগঠন ‘‘আমরাই পারি’’ জোটের তাড়াশ উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সংগঠনের তাড়াশ উপজেলা শাখার সভাপতি সনাতন দাশের সভাপতিত্বে ওই মানব বন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য দেন , প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল , প্রধান শিক্ষক সেলিম রেজা , মৃনাল সরকার মিলু , শারমিন আক্তার, সংগঠনের কর্মকর্তা মাহবুবুল আলম, কামরুজ্জামান প্রমুখ। মানব বন্ধন শেষে তাড়াশ ইউএনও বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উই ক্যান বাংলাদেশের আমরাই পারি পারিবারিক জোটের প্রকল্প সমন্বয়কারী শাহীনা পারভীন বলেন, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং নেটজ বাংলাদেশের তত্বাবধানে দেড় যুগের বেশী সময় ধরে ৪৪টি জেলায় কাজ করছেন তারা। আমরাই পারি পারিবারিক জোটের অধীন সারাদেশে প্রায় ১০ লাখ চেঞ্জ মেকার পারিবারিক নির্যাতন প্রতিরোধ সহ নারী প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধে কাজ করছেন৷