বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পল্লীমঙ্গল হাটে

146

হারুন অর রশিদ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং সেবা চালু হতে যাচ্ছে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন পল্লীমঙ্গল হাটে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার আশরাফ আলী মার্কেটে সকাল ১০.৩০ মিনিটে ইসলামী ব্যাংক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান বগুড়া জেলা শাখা আব্দুস সোবহান এর সভাপতিত্বে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সুফিয়ান শফিক বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের কারনে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে বিভিন্ন ব্যাংকের ন্যায় বাংলাদেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা চালু করতে পেরেছে। গ্রাহকদের এবং কর্তৃপক্ষের মধ্যে ব্যাংকিং লেনদেন কার্যক্রমের সাফল্য কামনা করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জল, সাবেক সাংসদ শাহাদাতুজ্জামান, শাখারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান জাহিদ হেলাল, পল্লীমঙ্গল হাট এজেন্ট ব্যাংকের এজেন তারেক মোস্তফা, শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক এনামুল হক রুমি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরদার,,ঢাজা প্রাইম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইমরানুজ্জামান আল মুজাহিদ ফকির।